Saturday, November 1, 2008

একাধিক মেইল একসঙ্গে

আপনার যদি গুগল, ইয়াহু!, হটমেইল বা এ রকম বিভিন্ন ই-মেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে সেগুলো খুলে চেক করা বেশ ঝামেলা বা সময়সাপেক্ষ ব্যাপার৷ এক জায়গায়ই যদি সব ধরনের মেইল পাওয়ার ব্যবস্থা করা যেত, তাহলে বেশ হতো৷ ই-প্রোম্পটার সফটওয়্যারের সাহায্যে আপনি গুগল, ইয়াহু!, হটমেইল, এএলও, রেডিফমেইল, এমএসএন, যেকানো ধরনের পপসহ ১০০টির বেশি মেইল
অ্যাকাউন্টের মেইল চেক এবং মেইল পাঠাতে পারবেন৷ ৯০৯ কিলোবাইটের এ সফটওয়্যারটি www.eprompter.com থেকে নামিয়ে ইনস্টল কএ নিন৷ এবার সফটওয়্যারটি চালু করে Menu থেকে New Account ক্লিক করে ই-মেইল ঠিকানা লিখে Next করুন এবং পাসওয়ার্ড লিখে Next করলে ই-মেইল ঠিকানা যোগ হবে৷ এভাবে আপনি ইচ্ছামতো ই-মেইল ঠিকানা যুক্ত করতে পারেন৷ প্রতিটি ই-মেইল আলাদা রঙে দেখাবে, যা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে৷ কতগুলো মেইল এসেছে, তা সিস্টেম ট্রেতে থাকা আইকনে ধারাবাহিকভাবে দেখা যাবে৷---সংরিক্ষিত।

No comments: