Saturday, January 31, 2009

মেয়াদ পার হেলও চালু হেব ট্রায়াল সফটওয়্যার!!!

মেয়াদ পার হেলও চালু হেব ট্রায়াল সফটওয়্যার!!!

বিনা মূল্যে সফটওয়্যার অনেক সময়ই ব্যবহার করা হয়৷ এর মধ্যে ‘ট্রায়াল’ সংরক্ষণের সফটওয়্যার অন্যতম৷ কিন্তু ট্রায়াল সফটওয়্যার নিদির্ষ্ট দিনের পরে আর চলে না৷ আবার নতুন করে ইনষ্টল করলে ও বেশির ভাগ ক্ষেত্রে কাজে আসে না৷ কিন্তু আপনি চাইলে রানঅ্যাজডেট নামের একটি সফটওয়্যার দিয়ে অনায়াসে আগের যেকানো তারিখে যেকোনো সফটওয়্যার চালু করেত পারেন৷ ১৯ কিলোবাইটের বহনেযাগ্য বিনামূল্যের এই সফটওয়্যারটি www.nirsoft.net থেকে নামিয়ে নিতে হবে৷ এরপর একে আনজিপ করুন৷ এবার সফটওয়্যারটি চালু করে Browse...-এ ক্লিক করে মেয়াদ উত্তীর্ন ট্রায়াল সফটওয়্যারটি খুলুন৷ এবার আগের তারিখে সফটওয়্যারটি চালু করতে চাইলে Date/Time: এ নির্বাচন করুন৷ এবার Run-এ ক্লিক করলে ট্রায়ালসংস্করণের সফটওয়্যারটি ওই তারিখ ধরে চালু হবে৷ তবে সফটওয়্যারটি ইনষ্টল করার আগের তারিখ নির্বাচন করে চালু করলে সফটওয়্যারটি চালু না-ও হতে পারে৷--- সংরিক্ষত।।।

No comments: